এটি একটি দাওয়াহ উদ্যোগ। পুরো কুরআনের বাংলা অনুবাদ ও তাফসীরকে প্রফেশনাল অডিও ও ভিডিও ফরম্যাটে তৈরি করা হবে। একটি উন্মুক্ত ওয়েবসাইট ও API আর্কাইভের মাধ্যমে তা সবার জন্য উন্মুক্ত থাকবে এবং ইউটিউব ও সাউন্ডক্লাউডে প্রকাশ করা হবে, যাতে মানুষ সহজেই কুরআনের হিদায়াত লাভ করতে পারে।
পবিত্র কুরআনের একটি নমুনা শুনুন
অডিও তাফহীম প্রকল্প সফলভাবে বাস্তবায়নের জন্য আমরা মোট বাজেট ২৫,০০,০০০ টাকা অনুমান করেছি। চারটি মূল খাতে বাজেট বণ্টন করা হয়েছে যাতে প্রফেশনাল অডিও প্রোডাকশন, মানসম্পন্ন ভিডিও কন্টেন্ট এবং দীর্ঘমেয়াদী উন্মুক্ত ডিজিটাল আর্কাইভ নিশ্চিত করা যায়।